বিশ্বের শীর্ষ আর্থিক কেন্দ্র নিউইয়র্ক-লন্ডন-সিঙ্গাপুর

বিশ্বের শীর্ষ তিন আর্থিক কেন্দ্রের অবস্থান ধরে রেখেছে নিউইয়র্ক, লন্ডন ও সিঙ্গাপুর। গতকাল প্রকাশিত জি/ইয়েন গ্রুপের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে লন্ডনকে হটিয়ে শীর্ষ আর্থিক কেন্দ্রের তালিকায় জায়গা করে নেয় নিউইয়র্ক। ব্রেক্সিটের দুই বছরের মধ্যেই শীর্ষ আর্থিক কেন্দ্রের অবস্থান হারিয়েছিল লন্ডন। এদিকে সর্বশেষ তালিকায় নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের আরো পাঁচটি শহর শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছে। বছরে দুবার জরিপের ভিত্তিতে নির্ধারণ করা হয় বিশ্বের শীর্ষ আর্থিক কেন্দ্রের। ১২০ শহরের আর্থিক খাতের ১০ হাজার ২৫২ পেশাজীবীর মূল্যায়নের ভিত্তিতে এ তালিকা করা হয়েছে। রয়টার্স

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন