দেশে প্রতি ১২ মিনিটে এক যক্ষ্মা রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে প্রতি মিনিটে অন্তত একজন মানুষ সংক্রামক রোগ যক্ষ্মায় আক্রান্ত হচ্ছে। সর্বশেষ হিসাবেও জানা যায়, সারা দেশে বছরে লাখ ৭৫ হাজার মানুষ রোগে আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু হয় ৪২ হাজার রোগীর। অর্থাৎ গড়ে প্রতি ১২ মিনিটে একজনের মৃত্যু হচ্ছে যক্ষ্মায়। বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গতকাল স্বাস্থ্য অধিদপ্তর, ইউএসএআইডি আইসিডিডিআর,বির সমন্বিত এক অনুষ্ঠানে তথ্য উপস্থাপন করা হয়।

হ্যাঁ! আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি!’—বিশ্ব যক্ষ্মা দিবস ২০২৩ উপলক্ষে ওই প্রতিপাদ্য সামনে রেখে যক্ষ্মা নির্মূলে নেতৃত্ব, বিনিয়োগ, উদ্ভাবন সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। প্রতি বছর ২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়।

যক্ষ্মা নির্মূলে কিছু ক্ষেত্রে এগোলেও শতভাগ রোগী শনাক্ত করতে না পারায় বাংলাদেশ এখনো উচ্চঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বলে মনে করছেন স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ভারত-পাকিস্তানসহ উচ্চঝুঁকিপূর্ণ আটটি দেশের একটি বাংলাদেশ। এসব দেশে পৃথিবীর ৭০ শতাংশ যক্ষ্মা রোগী রয়েছে। বাংলাদেশ যক্ষ্মা নিয়ন্ত্রণে বেশ সফল হলেও কিছু ক্ষেত্রে এখনো কাজ করতে হবে। জাতীয় যক্ষ্মা নির্মূল কার্যক্রমের কারণে রোগী সুস্থ হওয়ার হার ৯৫ শতাংশ। আমরা বিনামূল্যে ওষুধ-চিকিৎসাসেবা দিচ্ছি।

বাংলাদেশে যক্ষ্মা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (টিবি-এল এএসপি) ডা. মো. মাহফুজার রহমান সরকার বলেন, ‘জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি সহযোগী সংস্থাগুলো গত কয়েক দশকে যক্ষ্মা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ২০১২ থেকে ২০২১ পর্যন্ত প্রায় ২৩ লাখ মানুষের জীবন বাঁচাতে সহায়তা করেছে। ২০১৫ সালে যেখানে প্রতি এক লাখে প্রায় ৪৫ জনের মৃত্যু হয়েছে, সেখানে ২০২১ সালে যক্ষ্মায় মৃত্যু লাখে ২৫ জনে নেমে এসেছে। বাংলাদেশ এখনো যক্ষ্মার উচ্চঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে পরিগণিত হয়। প্রতি মিনিটে একজন ব্যক্তি যক্ষ্মায় আক্রান্ত হচ্ছে। ২০২১ সালে লাখ ৭৫ হাজার মানুষ রোগে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৪২ হাজার। এতে প্রতি ১২ মিনিটে একজন যক্ষ্মা রোগীর মৃত্যু হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব . মো. আনোয়ার হোসেন হাওলাদার, ইউএসএআইডি বাংলাদেশের ইনফেকশাস ডিজিজ টিম লিড ডা. সামিনা চৌধুরী আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক . তাহমিদ আহমেদ। আলোচনা সভায় সংসদ সদস্য শিরিন আখতার, সুবর্ণা মুস্তাফা, আরমা দত্তসহ অন্তত ১৫ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন