দেশে আগামীকাল রোজা শুরু

নিজস্ব প্রতিবেদক

দেশের আকাশে গতকাল পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার রোজা শুরু হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে গতকাল সন্ধ্যায় তথ্য জানানো হয়। এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় আজই রোজা শুরু হয়েছে।

পবিত্র রমজান মাস কবে শুরু হবে, সিদ্ধান্ত নেয়ার জন্য গতকাল জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত বৈঠক শেষে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন জানান, দেশের আকাশে গতকাল কোথাও চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল রোজা শুরু হবে। হিসাবে আগামী ১৮ এপ্রিল দিবাগত রাতে পবিত্র শবেকদর পালিত হবে।

চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সময় কমিটির অন্য সদস্য ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাতার নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোয় আজ রোজা শুরু হচ্ছে। গতকাল ছিল পবিত্র শাবান মাসের শেষ দিন। সে হিসাবে আজ রমজান মাসের প্রথম দিন। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার প্রায় শতাধিক গ্রামের মির্জাখীল দরবারের অনুসারীরা ২০০ বছর ধরে রোজা পালন ঈদ উদযাপন করে আসেছেন। সে হিসাবে এবারো তারা আজ প্রথম রোজা পালন করছেন। সারা দেশে আরো বেশ কয়েকজন পীরের অনুসারীও একইভাবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ রোজা রাখা শুরু করবেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন