
বিভিন্ন
কারণে দীর্ঘদিন বন্ধ থাকা প্রকল্পগুলো বাতিল করে দেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে কমিটি অগ্রাধিকার প্রকল্পগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই শেষ করার সুপারিশও করেছে।
গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে শিল্প মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত সব সংস্থা এবং গত বৈঠকের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চলমান প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।
কমিটি সভাপতি মো. আব্দুস শহীদের সভাপতিত্বে সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, এবি তাজুল ইসলাম, বজলুল হক হারুন, আহসান আদেলুর রহমান, খাদিজাতুল আনোয়ার এবং একেএম রেজাউল করিম তানসেন অংশগ্রহণ করেন।