বুয়েটে জেইসের ল্যাবস লোকেশন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বায়ো মেডিকেশন ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের অত্যাধুনিক ল্যাবস লোকেশন উদ্বোধন করা হয়েছে। অপটিকস অপটোইলেকট্রনিকসে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক টেকনোলজি কোম্পানি বাংলাদেশে লাইট, ইলেকট্রন এক্স-রে মাইক্রোস্কোপ সরবরাহকারী প্রতিষ্ঠান জেইস অত্যাধুনিক ল্যাব স্থাপন করেছে। মঙ্গলবার বিকালে এই ল্যাবস লোকেশনের উদ্বোধন করা হয়।

এর আগে এক অনুষ্ঠানে জেইস বুয়েটের পক্ষ থেকে বলা হয়, জেইস ল্যাবস লোকেশন রিসার্চ মাইক্রোস্কোপি সলিউশনের ক্ষেত্রে বিশেষায়িত জ্ঞান প্রদান করবে। বিএমই বিভাগের ল্যাবে নতুন প্রযুক্তির সফল ব্যবহারের ক্ষেত্রে এটি জ্ঞান অর্জনের একটি নির্ভরশীল উৎস হয়ে উঠবে। তাতে আধুনিক মাইক্রোস্কোপি স্বাস্থ্যসেবার সুবিধার মাধ্যমে গবেষণা একাডেমিক কার্যক্রমের সম্প্রসারণ হবে। প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের বিজ্ঞানভিত্তিক গোষ্ঠীগুলোর সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে। পাশাপাশি সেন্টারটি বাংলাদেশী শিল্পপ্রতিষ্ঠানগুলোর নানা উপাত্ত গবেষণায় সহায়তা করবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন