
গোপালগঞ্জে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সদর উপজেলার সাত নারী বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল দুপুরে প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক নাহিদ ফেরদৌসীর সভাপতিত্বে ও সিনিয়র কনসালট্যান্ট এএসএম কাদেরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম বদরুদ্দোজা বদর, সাবেক ডেপুটি কমান্ডার শেখ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। সংবর্ধনাপ্রাপ্ত সাত নারী বীর মুক্তিযোদ্ধা হলেন রিভা বেগম, কল্পনা রানী সাহা, ইচ্ছা বসু, গৌরী বল, রোকেয়া শিরীন, হেনা বেগম ও আমেনা বেগম।