বন্ধুত্ব থেকেই ‘‌পারাপার’

দেশের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থানে রয়েছে শিরোনামহীন। এ ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও কর্ণধার জিয়াউর রহমান জিয়া প্রায় তিন দশক ধরে কেবল শিরোনামহীনের গানের ভুবনের সঙ্গে যুক্ত ছিলেন।

দেশের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থানে রয়েছে শিরোনামহীন। এ  ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও কর্ণধার জিয়াউর রহমান জিয়া প্রায় তিন দশক ধরে কেবল শিরোনামহীনের গানের ভুবনের সঙ্গে যুক্ত ছিলেন। তবে এবারই প্রথম তিনি শিরোনামহীনের বাইরে গিয়ে বন্ধুর জন্য একটি গান লিখেছেন ও সুর করেছেন। বন্ধুটি দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কনক আদিত্য। জিয়ার কথা-সুরে তৈরি গানটির নাম ‘পারাপার’। এরই মধ্যে গানটি ইউটিউব ও স্পটিফাইয়ে মুক্তি পেয়েছে। শ্রোতাদের প্রশংসা পাচ্ছে জিয়া ও আদিত্যের পারাপার। মিউজিক ভিডিওতে গায়ক কনক আদিত্যের সঙ্গে দেখা গিয়েছে জিয়াউর রহমানকে। শিরোনামহীনের বর্তমান ভোকাল শেখ ইশতিয়াককেও পাওয়া যায় কয়েক ঝলকে।

শিরোনামহীনের সঙ্গে দীর্ঘ পথ চলায় এই প্রথম ব্যান্ডের বাইরে কারো জন্য গান করলেন জিয়া। আর এর কারণ হচ্ছে বন্ধুত্ব। এ নিয়ে জিয়া বলেন, ‘‌আমার বন্ধু কনক আদিত্যকে কথা দিয়েছিলাম, একটা গান আমি করে দেব। এ উদ্দেশ্য নিয়ে ‘‌‘বৃষ্টিকাব্য’’ করেছিলাম বছর দশেক আগে। সংগত কারণে শিরোনামহীন থেকেই রিলিজ হয় ‘‘‌বৃষ্টিকাব্য’’। এবার দশ বছর পর ‘‘‌পারাপার’’ দিয়ে দ্বিতীয় প্রচেষ্টা সফল হয়েছে। এখন আর কেউ বলতে পারবে না, ‘‘‌৩৩ বছর কেটে গেল কেউ কথা রাখেনি’’।’

শিরোনামহীনের প্রসঙ্গে জিয়া বলেন, ‘আমার মিউজিক্যাল জার্নিতে শিরোনামহীনের বাইরে কখনো কোনো গান তৈরি করিনি। কেউ খেয়াল করেছেন কিনা জানি না, আমি শিরোনামহীনের জন্য এক্সক্লুসিভ রেখেছি নিজের সুর, লেখা। কোলাবোরেশন করেছি, বাজিয়ে দিয়েছি, প্রডাকশন করে দিয়েছি, মিক্স করে দিয়েছি, সহযোগিতা করেছি, কিন্তু কখনই নিজের ক্রিয়েশন ব্যান্ডের বাইরে থেকে রিলিজ করিনি।’

নতুন গানটি নিয়ে শিরোনামহীনের জিয়া আরো বলেন, ‘‌পারাপার মিলিয়ন মিলিয়ন ভিউয়ের ট্রেন্ডিং গান নয়। একজন শুনলেও সে যদি নিজে থেকে দ্বিতীয়বার গানটি শোনার আগ্রহ প্রকাশ করে, সেখানেই সংগীত স্রষ্টা হিসেবে আমার সার্থকতা।’ 

কনক আদিত্য সামাজিক মাধ্যমে দুই বন্ধুর গান নিয়ে বলেন, ‘‌প্ল্যানটা অনেক দিনের, আসলে অনেক বছরের। দুজন একসঙ্গে একটা গান করব। মানে জিয়া লিখবে, সুর করবে আর আমি গাইব। ঠিক হয়ে উঠছিল না। অবশেষে আজ পূর্ণ হতে চলেছে আমাদের সে স্বপ্ন। পারাপার আমাদের নতুন গান। গানটা শুনতে যেতে হবে আমার বা জিয়ার ইউটিউব চ্যানেলে।’

জিয়াউর রহমান জিয়া শুরু থেকেই আছেন শিরোনামহীনের সঙ্গে। অন্যদিকে ‘জলের গান’ ব্যান্ডের সাবেক সদস্য কনক আদিত্য। তার গাওয়া বেশির ভাগ গানই পেয়েছে শ্রোতা জনপ্রিয়তা। বর্তমানে নিজের ইউটিউব চ্যানেলেই গানের ভুবন গড়েছেন।

আরও