
টেস্ট সিরিজে
পরাজিত হলেও এবার ওয়ানডে সিরিজে স্বাগতিক ভারতকে হারাল অস্ট্রেলিয়া। আজ চেন্নাইয়ে
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ২১ রানে জিতেছে অজিরা। তাতে ২-১-এ সিরিজ নিশ্চিত হয়েছে
স্টিভ স্মিথের দলের।
মুম্বাইয়ে প্রথম
ওয়ানডে ম্যাচে পাঁচ উইকেটের জয় তুলে শুভসূচনা করে ভারত। যদিও দ্বিতীয় ম্যাচে তাদের
মাটিতে নামায় অজিরা, ম্যাচটি জিতে নেয় ১০ উইকেটের বিশাল ব্যবধানে। সেই ফর্ম ধরে
রেখে আজ তৃতীয় ম্যাচেও তারা জয় তুলে নিল।
আগে ব্যাটিংয়ে
নেমে ২৬৯ রান তুলে অলআউট হয় অস্ট্রেলিয়া। মিচেল মার্শ ৪৭, অ্যালেক্স ক্যারি ৩৮ ও ট্রাভিস
হেড ৩৩ রান করেন। হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব তিনটি করে এবং মোহাম্মদ সিরাজ ও
অক্ষর প্যাটেল দুটি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে দুই স্পিনার অ্যাডাম জাম্পা (৪/৪৫)
ও অ্যাস্টন অ্যাগারের (২/৪১) ঘূর্ণির মুখে ৪৯.১ ওভারে ২৪৮ রানে গুটিয়ে যায় ভারত।
বিরাট কোহলি সর্বোচ্চ ৫৪ রান করেন ৭২ বলের মোকাবেলায়। এছাড়া পান্ডিয়া ৪০, শুভমান
গিল ৩৭ ও লোকেশ রাহুল ৩২ রান করেন। ম্যাচসেরা হয়েছেন জাম্পা, আর মিচেল মার্শ
সিরিজসেরা খেলোয়াড় হয়েছেন।