২০১৯-২৩

বিনোদন খাতে ১২ কোটি দর্শনার্থী পেয়েছে সৌদি

বণিক বার্তা ডেস্ক

২০১৯ সাল থেকে ১১ হাজার ১৩৬ প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে জিইএ কর্তৃপক্ষ ছবি: আরব নিউজ

সৌদি আরবের বিনোদন খাত চাঙ্গা হয়ে উঠেছে। দেশটির বিনোদন কর্তৃপক্ষের (জিইএ) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান তুর্কি আল শেখ জানান, আরব অঞ্চলের অন্যতম প্রধান বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে সৌদি আরব। ২০১৯-২৩ পর্যন্ত ১২ কোটির অধিক দর্শনার্থী দেশটির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

অ্যারাবিয়ান বিজনেসের প্রতিবেদন অনুযায়ী, চার বছরে বিভিন্ন ধরনের বিনোদন অনুষ্ঠান আয়োজনের কারণে দেশটিতে উল্লেখযোগ্য হারে দর্শনার্থী বেড়েছে। এর মধ্যে রয়েছে ফুটবল ম্যাচ আয়োজন, নতুন নতুন রেস্তোরাঁ চালু, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রায় দেড় হাজার  কনসার্ট।

২০১৯ থেকে শুরু করে ২০২৩ সালের প্রথম প্রান্তিকের তথ্য উল্লেখ করে তুর্কি আল শেখ বলেন, ‘এ রেকর্ডসংখ্যক দর্শনার্থী সৌদির বিনোদন শিল্পের জন্য সফলতার বার্তা। যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের দূরদর্শী পদক্ষেপের ফলেই এমন অর্জন সম্ভব হয়েছে।’

তুর্কি আল শেখ বলেন, ‘দেশটির ৪২টি শহরে ৪৭০টিরও অধিক বিনোদন কেন্দ্র চালুর লাইসেন্স দেয়া হয়েছে। ৫০টি শহর ও গভর্নরশিপে ১ হাজার ৪০২-এর বেশি রেস্তোরাঁ চালু করা হয়েছে।’

উল্লিখিত সময়ের মধ্যে বিভিন্ন বিনোদন অনুষ্ঠান এবং রেস্তোরাঁ ও ক্যাফেতে লাইভ মিউজিক পারফরম্যান্সসহ ৮ হাজার ৭৩২টি অনুষ্ঠান আয়োজন হয়েছে বলে জানা গেছে। এ সময় ৮২টি নাটক তবে ৩৫০ বার মঞ্চস্থ হয়েছে। এসব নাটকে পারফর্ম করেছেন ৬ হাজার ৬১০ জন গুণী ও বিখ্যাত নাট্যকর্মী। ফলে দর্শক আকর্ষণও বেড়েছে। ওই সময়ে তিনবার বৃহৎ আর্ট প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়া বিশ্বের অন্যতম আকর্ষণ সংগীত অনুষ্ঠান অউদ উৎসবও দর্শনার্থী আকর্ষণ করে। পাশাপাশি তিন সংস্করণে আকর্ষণীয় পুরস্কারসহ একটি বড় দাবা টুর্নামেন্ট, দুটি বেলোট (তাস) টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ফুটবল ম্যাচ আয়োজনের ক্ষেত্রেও এ সময় চমক দেখায় সৌদি আরব। ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে সুপার ক্ল্যাসিকো চ্যাম্পিয়নশিপ আয়োজন অন্যতম। এছাড়া বার্সেলোনা ও বোকা জুনিয়র্সের মধ্যে ম্যারাডোনা কাপ, সৌদি আরবের আল হিলাল এবং আল নাসরের তারকাদের নিয়ে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে রিয়াদ সিজন কাপও আয়োজন করা হয়। এছাড়া আরবীয় ঘোড়ার সৌন্দর্য প্রতিযোগিতা, অ্যানিমেশন, গেমস, গাড়ি ও গহনাসহ বিভিন্ন ক্ষেত্রে ৫০-এর অধিক প্রদর্শনী সৌদি আরবের পর্যটন খাতের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।

অন্যদিকে মিউজিক রেকর্ডিং, পডকাস্টিং ও সিনেমাটোগ্রাফির জন্য বিশ্বের বৃহত্তম এবং সর্বাধুনিক আর্ট ও এন্টারটেইনমেন্ট ফ্যাক্টরি ‘মারওয়াজ’ প্রতিষ্ঠা করা হয়েছে। এক বিল্ডিংয়ে ২২টি স্টুডিও সুবিধা নিয়ে যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সেরা স্টুডিও হিসেবে স্বীকৃতি পেয়েছে। তুর্কি আল শেখ বলেন, ‘‌জিইএ বেশ কয়েকটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সার্টিফিকেট পেয়েছে, যা দেশটিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রেখেছে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন