
একদিনের ব্যবধানে
দেশের বাজারে স্বর্ণের দাম আরও কিছুটা কমানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের
(পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার (২২ মার্চ)
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এতে বলা হয়েছে, সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৯৬ হাজার ৪৬১ টাকা। আগামীকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকেই নতুন দাম কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৯৬ হাজার ৪৬১ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৯২ হাজার ৮৭ টাকা। ১৮ ক্যারেট প্রতি ভরি সোনার দাম পড়বে ৭৮ হাজার ৯০৬ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৬৫ হাজার ৭৮৪ টাকা।
এর
আগে গতকাল মঙ্গলবার (২১ মার্চ) ২২ ক্যারেট দাম
ভরিতে এক হাজার ১৬৬
টাকা কমিয়ে ৯৭ হাজার ৬২৪
টাকা করেছিল বাজুস। আজ বুধবার থেকে সেই দাম কার্যকর হয়েছে।