
আগামী ১ এপ্রিলের আগে
জরুরি সভা ডেকে অন্তর্বর্তীকালীন কমিটি ঘোষণা ও ৩ মাসের
মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট পুনরায় গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ ব্যাপারে সম্পাদক
বরবার চিঠিও পাঠানো হবে বলে জানান তারা।
আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন আয়োজন করে বিএনপিপন্থী আইনজীবীরা। সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্যদের ব্যানারে এই আয়োজন করা হয়।
বক্তারা অভিযোগ করে বলেন, পরাজয় সুনিশ্চিত জেনেই গঠনতন্ত্র না মেনে নিজেদের পছন্দের প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করে পুলিশের সাহায্যে ভোট করিয়েছেন আওয়ামীপন্থী আইনজীবীরা। এতে সাবেক নির্বাচিত নেতৃবৃন্দ ও বারের সদস্যদের একাংশ অংশগ্রহণ করেন।