নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ শাহজাহানের মৃত্যু

নারায়ণগঞ্জে বিস্ফোরণে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা ছবি : নিজস্ব আলোকচিত্রী

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ শাহজাহান খান নামে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন মারা গেছেন। আজ বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। 

মৃত শাহজাহান খান (৪০) পটুয়াখালীর আলী খানের ছেলে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ শাহজাহান চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ছয়টার দিকে আইসিইউতে মারা গেছেন। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। সেখান থেকে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিইন্সটিটিউটের আইসিইউতে ভর্তি করা হয়। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন