ডিএসই-ডিবিএ বৈঠকে ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু

পুঁজিবাজারকে ব্র্যান্ডিং করতে হবে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেছেন, ‘‌পুঁজিবাজারকে ব্র্যান্ডিং করতে হবে। সাধারণ মানুষের কাছে পুঁজিবাজার সম্পর্কে যে নেতিবাচক ধারণা রয়েছে, তা পরিবর্তন করতে হবে। আপনারা কখনো আমাদের সঙ্গে কথা বলতে সংকোচবোধ করবেন না। আমরা সব সেক্টর নিয়ে কাজ করব। ভালো ইনভেস্টমেন্ট আনতে হলে ভালো ইনস্ট্রুমেন্ট আনতে হবে।’

ডিএসইর নবনির্বাচিত পর্ষদের সঙ্গে গতকাল অনুষ্ঠিত ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সৌজন্য বৈঠকে তিনি এসব কথা বলেন। এ বৈঠকে ডিএসইর নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. আফজাল হোসেন, রুবাবা দৌলা, শেয়ারহোল্ডার পরিচালক মো. শাকিল রিজভী, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে ডিবিএর পক্ষ থেকে সংগঠনটির প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিওর নেতৃত্বে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাজেদুল ইসলাম ও ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিনসহ পরিচালনা পর্ষদের সদস্যরা এ সৌজন্য বৈঠকে উপস্থিত ছিলেন।

ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, ‘‌আমরা চাই বাজারের পরিবর্তন। আপনাদের সবার সহযোগিতায় সম্মিলিতভাবে বাজারের উন্নয়ন করতে চাই। আমার সহকর্মীরা সবাই সহযোগী মনোভাবাপন্ন। সবাই তাদের কর্মক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিত্ব। বর্তমান বোর্ড বিশ্বাস করে, আপনাদের ছাড়া পুঁজিবাজারের উন্নয়ন সম্ভব নয়। এ মার্কেটটা আসলে আপনাদেরই সৃষ্টি করা মার্কেট। ডিমিউচুয়ালাইজেশনের প্রেক্ষাপটে আমরা হয়তো আজ এখানে এসেছি, কিন্তু এখানে আপনারাই প্রধান চালিকাশক্তি। আমরা আপনাদের সঙ্গে নিয়েই উন্নয়ন পরিকল্পনা করব এবং এ প্রতিষ্ঠান, মার্কেট ও দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাব।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন