ডিজিটাল স্বাস্থ্যসেবা

ডিজিটাল হচ্ছে হাসপাতালগুলো

এভারকেয়ার: পরামর্শ নেয়ার জন্য এভারকেয়ার হাসপাতালে যাওয়ার দরকার নেই। ঘরে বসেই টেলিকনসালটেশন নিতে পারবেন বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে। অনলাইনে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেয়ার সুবিধাও দিচ্ছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি অনলাইনে পেয়ে যাবেন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট। পেশেন্ট পোর্টালও রয়েছে প্রতিষ্ঠানটির। রোগী নিজের আইডি দিয়ে যেখানে প্রবেশ করলেই পেয়ে যাবেন অনেক তথ্য। 

ল্যাবএইড: যেকোনো প্রশ্ন নিয়ে ল্যাবএইডে ফোন করতে পারেন ১০৬০৬ নাম্বারে। তাদের ২৪ ঘণ্টার জরুরি হটলাইনও রয়েছে। 

স্কয়ার: স্কয়ার হাসপাতালও দিচ্ছে অনলাইনে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেয়ার সুযোগ।

ইউনাইটেড: ইলেকট্রনিক হেলথ রেকর্ড গড়ে তুলছে ইউনাইটেড হাসপাতাল। ডায়াগনস্টিক ল্যাবের লম্বা লাইনে না দাঁড়িয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য বাসায় গিয়ে নমুনা আনার সুবিধাও দিচ্ছে এ হসপিটাল। ১০৬৬৬ নাম্বারে ফোন করলেই তারা এসে নমুনা নিয়ে যায় অসুস্থ ব্যক্তির। 

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল: এ হাসপাতালেও যেমন অনলাইনে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেয়া যাবে, তেমন রয়েছে বিভিন্ন  টেস্টের রিপোর্ট সংরক্ষণের সুবিধা। বাসায় বসে নমুনা সংগ্রহের পাশাপাশি রিপোর্ট ডেলিভারির সুবিধাও দিচ্ছে প্রতিষ্ঠানটি। 

সেন্ট্রাল: জনগণের জন্য কেয়ারলাইন এবং অনলাইনে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেয়ার মতো সুবিধা রয়েছে সেন্ট্রাল হাসপাতালেও।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন