বৈরী আবহাওয়া, সেন্ট মার্টিনে আটকা হাজারো পর্যটক

বণিক বার্তা প্রতিনিধি, কক্সবাজার

ছবি: বণিক বার্তা।

হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌ-রুটে পর্যটকবাহী সকল নৌযান বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। তবে আবহাওয়া স্বাভাবিক হলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে জাহাজ চলাচল শুরু হবে। আজ রোববার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বৈরি আবহাওয়ার কারণে পর্যটকদের জান-মাল নিরাপত্তার বিষয় বিবেচনা করে আপাতত টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে একদিনের জন্য পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে আবার জাহাজ চলাচল শুরু হবে।

দ্বীপের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান খান জানান, বৈরী আবহাওয়ার কারণে আটকে পড়লেও পর্যটকরা কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সবাই স্বাভাবিকভাবেই সময় কাটাচ্ছেন।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, এ মুহূর্তে সেন্ট মার্টিনে আনুমানিক দেড় হাজার পর্যটক রয়েছে। জাহাজ এলে সবাই নিরাপদে ফিরতে পারবেন। আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন