
শক্তিশালী ডিজিটাল
অবকাঠামো গড়ে তোলার ফলে বাংলাদেশ একটি ক্যাশলেস সোসাইটির দিকে ধাবিত হচ্ছে বলে
মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এ অগ্রযাত্রাতে
ত্বরান্বিত করতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের (এমএফএস) ক্যা শ আউট এবং টাকা
পাঠানোর খরচ যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন তিনি। এ লক্ষ্যে
সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
আজ রোববার (১৯ মার্চ) ঢাকার আগারগাঁওয়ের পর্যটন কর্পোরেশন
হলে ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যেমে নারী গৃহকর্মীদের অর্থনৈতিক ক্ষমতায়ন
এবং নারী নিয়োগদাতাদের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা
বলেন মন্ত্রী।
ডিজিটাল কানেক্টিভিটি সম্প্রসারণের ফলে দেশে মোবাইল
ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে উল্লেখ করে টেলিযোগাযোগ
মন্ত্রী বলেন, মোবাইল সবচেয়ে বেশি
ব্যবহৃত ডিজিটাল ডিভাইস হওয়ায় এমএফএসের মাধ্যমে ক্যাশলেস সোসাইটির দিকে বাংলাদেশ
দ্রুত ধাবিত হচ্ছে।
মন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য একটি কাগজের মুদ্রাহীন সমাজ গড়ে তোলা। ডিজিটাইজেশনের ফলে ২০০৯ সালের পর থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অভাবনীয় রূপান্তর হয়েছে। ডিজিটাল ব্যাংকিং দেশের সাধারণ মানুষের অতি পরিচিত ও জনপ্রিয় একটি সেবায় রূপান্তরিত হয়েছে।