কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাত করে ছিনতাই, আটক ৫

বণিক বার্তা প্রতিনিধি, কক্সবাজার

ছবি: বণিক বার্তা।

কক্সবাজার বেড়াতে আসা দুই পর্যটককে মারধর ও ছুরিকাঘাত করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় ৫ জনকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার (১৮ মার্চ) দিবাগত রাতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। 

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আহমেদ নাছির উদ্দিন জানিয়েছেন, শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে ছুরি, মোটরসাইকেল এবং ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।  

প্রসঙ্গত, ঢাকার ধামরাই থেকে ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরামের একটি দল কক্সবাজারে বেড়াতে যান। শনিবার রাতে দলের দুজন কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের রাস্তা দিয়ে ঘুরতে যান। এ সময় মোটরসাইকেল আরোহী ৫ ছিনতাইকারী তাদের পথরোধ করে। একপর্যায়ে তাদের মারধর ও ছুরিকাঘাত করে দুটি মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আহত এক শিক্ষার্থী কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

পরে বিষয়টি স্থানীয় ডিবি পুলিশকে জানালে তারা অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারীকে আটক করে। ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি মামলা হয়েছে। ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা মামলাটি করেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন