গ্রেফতারের আশঙ্কায় ডোনাল্ড ট্রাম্প

বণিক বার্তা অনলাইন

ছবি : রয়টার্স

ফৌজদারি মামলায় গ্রেফতারের শঙ্কা প্রকাশ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। ট্রাম্প জানান, আগামী মঙ্গলবার তিনি গ্রেফতার হতে পারেন। এ অবস্থায় তার গ্রেফতার ঠেকাতে সমর্থকদের বিক্ষোভ ও প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (১৮ মার্চ) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে, ট্রাম্প তার তার সমর্থকদের প্রতিবাদের আহ্বান জানিয়েছেন। খবর বিবিসি। 

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে অবৈধ সম্পর্কের বিষয়টি চেপে যেতে গোপনে অর্থ প্রদান করেন তিনি। ওই অভিযোগে জড়িত একটি মামলায় গ্রেফতার হতে পারেন সাবেক প্রেসিডেন্ট। অভিযোগ প্রমাণ হলে তিনিই প্রথম  সাবেক কোনও মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি মামলায় গ্রেফতার হবেন।  কিন্তু এখন পর্যন্ত কোনও অভিযোগ প্রমাণ হয়নি। প্রতিটি অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে আসছেন ট্রাম্প।

ট্রাম্পের একটি ঘনিষ্ট সূত্রে জানা গেছে, ট্রাম্প মনে করেন যে তাকে জেলে দেয়া হবে। কারণ, তিনি মনে করেন যে ম্যানহ্যাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ ট্রাম্পকে অপছন্দ করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন