রংপুর মেডিকেল কলেজ

২৬ বছরে ১১৭ বিদেশী শিক্ষার্থীর এমবিবিএস কোর্স সম্পন্ন

বণিক বার্তা প্রতিনিধি, রংপুর

রংপুর মেডিকেল কলেজ (রমেক) থেকে ২৬ বছরে ১১৭ জন বিদেশী শিক্ষার্থী ব্যাচেলর অব মেডিসিন (এমবিবিএস) কোর্স সম্পন্ন করেছেন। এক বছরের ইন্টার্নসহ মোট ছয় বছরের কোর্স শেষে সবাই নিজ নিজ দেশে চিকিৎসা পেশায় নিয়োজিত। অনেকে পৃথিবীর বিভিন্ন দেশে চিকিৎসা পেশায় দক্ষতার প্রমাণ রাখছেন। প্রতি বছর ভারত, পাকিস্তান, নেপাল ও ভুটান থেকে মূলত শিক্ষার্থীরা বিদেশী কোটায় রমেকে এমবিবিএস কোর্সে লেখাপড়া করতে আসছেন।

রমেক সূত্রে জানা গেছে, ১৯৭০-৭১ শিক্ষাবর্ষ থেকে শিক্ষা কার্যক্রম শুরু হলেও ১৯৯০-৯১ শিক্ষাবর্ষ থেকে বিদেশী শিক্ষার্থীরা আসা শুরু করেন।  ওই সময় থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ পর্যন্ত ১১৭ বিদেশী শিক্ষার্থী এমবিবিএস কোর্স সম্পন্ন করেছেন। বর্তমানে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে ২০২১ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ৪৭ বিদেশী শিক্ষার্থী বিভিন্ন বর্ষে লেখাপড়া করছেন। এর মধ্যে নেপালি ২৫ জন,  ভারতীয় ১৭, পাকিস্তানি দুজন, ভুটানের দুজন এবং ফিলিস্তিনি শিক্ষার্থী আছেন একজন। 

এমবিবিএস চতুর্থ বর্ষের শিক্ষার্থী ভারতের আসামের বাসিন্দা জিসান মেহেদী হোসেন  বলেন, ‘এমবিবিএস কোর্সের সব বই ইংরেজিতে লেখা। তাই লেখাপড়ায় কোনো সমস্যা হয় না।’

এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী নেপালের কাঠমান্ডুর বাসিন্দা বিধান ভান্ডারী বলেন, ‘রমেকে সবচেয়ে লক্ষণীয় হচ্ছে ক্লাস নিতে শিক্ষকদের শতভাগ উপস্থিতি। অনেক সময় ক্লাসে শিক্ষার্থীই উপস্থিত হয় না অথচ শিক্ষক পাঠদানের জন্য যথাসময়ে উপস্থিত হয়েছেন, এমন দৃষ্টান্ত রয়েছে।’

এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী ভুটানের পূর্ব তাশিগাম এলাকার বাসিন্দা সুনম নব্বু বলেন, ‘থিওরিিটক্যালের পাশাপাশি তাদের প্র্যাকটিক্যালেও কোনো সমস্যা হচ্ছে না। শেখার জন্য  ল্যাবগুলোয় পর্যাপ্ত উপকরণ রয়েছে। এছাড়াও লাইব্রেরিতেও বই আছে প্রচুর।’

পিন্নু ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ও সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আবু হানিফ পাভেল বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের শিক্ষা শাখা থেকে প্রতি বছর কতজন বিদেশী শিক্ষার্থী রমেকে এমবিবিএস কোর্সে ভর্তি হতে পারবেন তা নির্ধারণ করে দেয়। সরকারি কলেজ হিসেবে বেতনসহ ফিস যা নির্ধারণ করা আছে  বিদেশী শিক্ষার্থীদের কাছ থেকে ওই পরিমাণ টাকাই নেয়া হয়।’ রমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. বিমল চন্দ্র রায় বলেন, ‘এখানে এমবিবিএস কোর্স শেষে নিজ দেশে ফিরে গিয়ে শিক্ষার্থীরা চিকিৎসা পেশায় ভালো করছেন। কেউ কেউ আমেরিকা ও যুক্তরাজ্যে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সসহ চিকিৎসা পেশায় দক্ষতার প্রমাণ রাখছেন। ভারতের কাশ্মীরে রংপুর থেকে এমবিবিএস কোর্স সম্পন্ন করা চিকিৎসকের যথেষ্ট চাহিদা রয়েছে। এছাড়া নেপালের কথা বলাই লাগে না।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন