
মাগুরা শহরের পুরাতন বাজার সংলগ্ন স্বর্ণ পট্টিতে সুড়ঙ্গ কেটে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে বৈদ্যনাথ ষ্টোর অ্যান্ড জুয়েলারিতে এ ঘটনা ঘটে। পাশের বিনোদপুর জুয়েলারির দোকানের মধ্য থেকে সুড়ঙ্গ কেটে প্রবেশ করে প্রায় ৭০ ভরি স্বর্ণ ও ৩০০ ভরি রৌপ্য চুরি হয়েছে বলে দোকান মালিক বিমল কুমার বিশ্বাস জানিয়েছেন।
ব্যবসায়ীরা জানান, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও চুরির ঘটনায় স্বর্ণের দোকান মালিকরা আতঙ্কে রয়েছেন। বৈদ্যনাথ জুয়েলারির মলিক বিমল জানিয়েছেন, তার ছেলে ব্যবসা পরিচালনা করে, সে ভারতে রয়েছে। দোকান চুরির সংবাদ পেয়ে রওনা দিয়েছে। সে মাগুরায় এসে পৌঁছালে চুরি হওয়া মালামালের প্রকৃত হিসাব জানা সম্ভব হবে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জব্বারুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে শিগগিরই আটক করা হবে।