বিতর্ক প্রতিযোগিতা

বণিক বার্তা প্রতিনিধি, পটুয়াখালী

প্রযুক্তির কলরব-মুক্তির উৎসব—এ স্লোগান নিয়ে পটুয়াখালীতে স্কুল ও কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী পৌরসভার আয়োজনে গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে ‘কোচিং প্রথা শিক্ষার্থীদের শিক্ষাঙ্গন বিমূখ করছে’ এ বিষয়ে পক্ষ দল হিসেবে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষ দল হিসেবে পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের দল অংশ নেয়। কলেজ পর্যায়ে ‘‌নারীর অধিকার রক্ষায় নারীর ভূমিকাই মুখ্য’ এ বিষয়ে পক্ষ দল হিসেবে পটুয়াখালী সরকারি মহিলা কলেজ এবং বিপক্ষ দল হিসেবে পটুয়াখালী সরকারি কলেজ দল অংশ গ্রহণ করে।

শহীদ স্মৃতি পাঠাগারের সাবেক সভাপতি রাধেশ্যাম দেবনাথের সভাপতিত্বে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের উদ্বোধন করেন পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কীটতত্ব বিভাগের অধ্যাপক আতিকুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের অধ্যাপক নুরুল আমিন ও বিএম অনুষদের  ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের  সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম। এ সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, পটুয়াখালী পৌরসভার কর্মকর্তা ও শহরের বিশিষ্ট ব্যাক্তিরা বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড উপভোগ করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন