
বাংলাদেশের ক্রিকেটে উজ্জ্বল নক্ষত্র মেহেদী হাসান মিরাজ। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং— প্রতিটি বিভাগেই তার সরব উপস্থিতি। ২০২২ সালে ওয়ানডে ক্রিকেটে বিশ্বে সবচেয়ে বেশি উইকেট শিকারের পাশাপাশি চোখ ধাঁধাঁনো কিছু পারফরম্যান্স ছিল তার। এর মধ্য দিয়ে তিনি প্রথম বাংলাদেশী হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নেন। এবার মিরাজের মুকুটে যুক্ত হলো নতুন একটি পালক। ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরাদের মধ্যে রয়েছে তার নামটিও। ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে ব্যাটিংয়ের পুরস্কার জিতেছেন ২৫ বছর বয়সী ক্রিকেটার। বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন আরেকজন—পেস বোলার এবাদত হোসেন চৌধুরী। বর্ষসেরা টেস্ট বোলিংয়ের পুরস্কার জিতেছেন তিনি।
গত বছর ডিসেম্বরে ঘরের মাঠে ভারতকে চমকে দেয় বাংলাদেশ। ২-১-এ ভারতের বিপক্ষে সিরিজ জয় করে টাইগাররা। ওই জয়ে নেতৃত্ব দেন মিরাজ। মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ৮ নম্বরে নেমে সেঞ্চুরি (৮৩ বলে ১০০*) করে
ব্যাটিং বিপর্যয়ে পড়া দলকে টেনে তোলেন তিনি, তাতে টাইগাররা ৫ রানের জয় পায়। একই সিরিজে চট্টগ্রামে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছিলেন ভারতের ইশান কিশান। এ পুরস্কারে কিশানকে পেছনে ফেলেছেন মিরাজ।
২০২২ সালে টেস্টে স্মরণীয় সাফল্য আছে বাংলাদেশের। জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে হারায় টাইগাররা। এটা নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয় বাংলাদেশের। এ জয়ের অন্যতম রূপকার এবাদত। ৪৬ রানে ৬ উইকেট শিকার করে নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে অলআউট করতে অগ্রণী ভূমিকা রাখেন তিনি। অনন্য সেই বোলিং পারফরম্যান্সই ২৯ বছর বয়সী বোলারকে এনে দিল ক্রিকইনফোর ‘মেনজ
টেস্ট বোলিং’ অ্যাওয়ার্ড।
ওয়ানডের সেরা বোলিংয়ের পুরস্কার জিতেছেন ভারতের জসপ্রিত বুমরাহ। ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে ৫ উইকেট নেন তিনি। ইংল্যান্ড গুটিয়ে যায় ১১০ রানে। পরে ভারত ১০ উইকেটের জয় পায়। ৫১ বলে হার না মানা ১১১ রান করে টি২০ ব্যাটিংয়ে সেরা ভারতের সূর্যকুমার যাদব। গত বছর টি২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১২ রানে তিন উইকেট নিয়ে সেরা বোলিংয়ের পুরস্কার জিতেছেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান। ম্যান অব দ্য টুর্নামেন্টও হন তিনি।
টেস্ট ব্যাটিংয়ের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। বার্মিংহামে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৯৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মাত্র ৯২ বলে ১৩৬ রান করেন বেয়ারস্টো, তাতে মাত্র ৫০ বলেই টার্গেট ছুঁয়ে ফেলে ইংলিশরা।
নারীদের ওয়ানডে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার এলিসা হিলি (বিশ্বকাপ ফাইনালে ১৩৮ বলে ১৭০), বোলিংয়ে
ইংল্যান্ডের সোফি একলেস্টোন (বিশ্বকাপ ফাইনালে ছয় উইকেট); টি২০
ব্যাটিংয়ে ভারতের স্মৃতি মন্ধানা ও বোলিংয়ে একই দেশের পেসার রেনুকা সিং ইএসপিএনক্রিকইনফো বর্ষসেরার পুরস্কার জিতেছেন।
বর্ষসেরা অধিনায়কের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস, বর্ষসেরা অভিষিক্ত খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের ব্যাটিং সেনসেশন হ্যারি ব্রুক।
আইসিসির সহযোগী দেশের মধ্যে সেরা ব্যাটিংয়ে স্কটল্যান্ডের জর্জ মুনসে ও বোলিংয়ে নেদারল্যান্ডসের ব্র্যান্ডন গ্লোভার পুরস্কার জিতেছেন।
ইএসপিএনক্রিকইনফো অ্যাওয়ার্ডে এবার নতুনভাবে যুক্ত হয়েছে টি২০ লিগ। বিশ্বব্যাপী মোট সাতটি লিগকে বিবেচনায় নেয়া হয়েছে। এগুলো হলো— আইপিএল, পিএসএল, সিপিএল, বিবিএল, বিপিএল, এলপিএল ও দ্য হানড্রেড। আইপিএলের এলিমিনেটর ম্যাচে লক্ষৌ
সুপার জায়ান্টসের হয়ে এলিমিনেটর ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করে ব্যাটিংয়ের পুরস্কার জিতেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রজত পাতিদার; আর ১৫০ কিলোমিটার গতিতে বল ছুড়ে ২৫ রানে ৫ উইকেট শিকার করে বোলিংয়ের পুরস্কার জিতেছেন ভারতীয় পেসার উমরান মালিক।
ক্রিকইনফো অ্যাওয়ার্ডে জুরি বোর্ডে ছিলেন সাবেক খেলোয়াড় ডেল স্টেইন, ড্যানিয়েল ভেট্টোরি, ইয়ান বিশপ, টম মুডি, লিসা সালেকার, ওয়াসিম জাফর, পিটার বোরেন, পারভেজ মাহারুফ, উরুজ মুমতাজ, নিয়াল ও’ব্রায়েন ও মার্ক নিকোলাস। সঙ্গে ছিলেন ইএসপিএনক্রিকইনফোর সিনিয়র এডিটর ও লেখকরা। তারা ২০২২ সালে ছেলেদের ক্রিকেটের তিন ফরম্যাটে ও মেয়েদের ক্রিকেটে ওয়ানডে ও টি২০ ফরম্যাটে এবং অ্যাসোসিয়েট ক্রিকেটের সেরা পারফরম্যান্সগুলো নির্বাচিত করেন।