পাবনায় ৮৬ হাজার টন গম উৎপাদনের লক্ষ্যমাত্রা

বণিক বার্তা প্রতিনিধি, পাবনা

চলতি রবি মৌসুমে পাবনায় ৮৬ হাজার ৭১৫ টন গম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য ২৩ হাজার ৫০০ হেক্টর জমিতে আবাদের লক্ষ্য ধরা হলেও আবাদ হয়েছে ২৩ হাজার ৮৩৫ হেক্টরে। ফলে উৎপাদনও বাড়বে বলে আশা কৃষি বিভাগের। আগাম আবাদ করা গম এরই মধ্যে কাটা শুরু করেছেন কৃষকরা। গত মৌসুমে জেলায় ২২ হাজার ৪৯৫ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছিল।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে পাবনা জেলার সদর উপজেলায় ৫ হাজার ৭৫০ হেক্টর জমিতে গম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ আবাদ থেকে ২১ হাজার ২১৮ টন গম উৎপন্ন হবে। অন্যদিকে আটঘড়িয়া উপজেলায় ২ হাজার ৪৫০ হেক্টর জমিতে গম আবাদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ আবাদ থেকে ৯ হাজার ৪০ টন গম উৎপন্ন হবে। ঈশ্বরদী উপজেলায় ১ হাজার ৯৫০ হেক্টর, চাটমোহর উপজেলায় ৩ হাজার ১২০ হেক্টর, ভাঙ্গুড়া উপজেলায় এক হাজার হেক্টর, ফরিদপুর উপজেলায় ৮০০ হেক্টর এবং বেড়া উপজেলায় ২ হাজার ৪২০ হেক্টর জমিতে গম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব জমি থেকে যথাক্রমে ৭ হাজার ১৯৬, ১১ হাজার ৫১৩, ৩ হাজার ৬৯০, ২ হাজার ৯৫২ এবং ৮ হাজার ৯৩০ টন গম উৎপন্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন