চীনের অ্যালুমিনিয়াম আমদানি বেড়েছে ১১.৩ শতাংশ

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের প্রথম দুই মাসে চীনের অ্যালুমিনিয়াম আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। দেশটির সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে। মূলত কভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধ শিথিল হওয়ায় ও ব্যবসা কার্যক্রম চালু হওয়া এ ধাতুর চাহিদা বেড়েছে। খবর রয়টার্স।

জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের তথ্য মতে, এ বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মোট ৩ লাখ ৭৪ হাজার ৩২১ টন অ্যালুমিনিয়াম আমদানি করেছে চীন। গত বছর একই সময়ে আমদানি হয়েছিল ৩ লাখ ৩৬ হাজার ৭ টন। 

চীন গত বছরের শেষ দিকে কঠোর কভিড-১৯ বিধিনিষেধ প্রত্যাহার করে। ফলে খাতসংশ্লিষ্ট ও বিশ্লেষকদের আশা, এর ফলে অর্থনৈতিক পুনরুদ্ধার ও শিল্প ধাতুগুলোর আরো চাহিদা বাড়বে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। গত ফেব্রুয়ারিতে দেশটির উৎপাদন কার্যক্রম গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দ্রুত গতিতে প্রসারিত হয়েছে।

ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (এনবিএস) তথ্যানুযায়ী, চীনে এ বছর প্রথম দুই মাসে অ্যালুমিনিয়াম উৎপাদন ৭ দশমিক ৫ শতাংশ বেড়ে ৬৭ লাখ ৪০ হাজার টনে উন্নীত হয়েছে। যা ২০১৫ সালের পর থেকে সর্বোচ্চ। 

চীনে উৎপাদন বৃদ্ধি ও আমদানির পর গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে অ্যালুমিনিয়াম তৈরির গুরুত্বপূর্ণ উপাদান বক্সাইটের মোট পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৩৬ লাখ ২০ হাজার টন। যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৮ শতাংশ বেশি। তবে গত দুই মাসে অ্যালুমিনিয়াম আমদানিতে উচ্চ বৈশ্বিক মূল্যের সম্মুখীন হয়েছে দেশটি। লন্ডন মেটাল এক্সচেঞ্জের সঙ্গে অ্যালুমিনিয়ামের বেঞ্চমার্ক চুক্তি গত জানুয়ারিতে গড় মূল্য ছিল ২ হাজার ৬৪৪ ডলার; যা গত বছরের মে থেকে সর্বোচ্চ। তবে ফেব্রুয়ারিতে তা সামান্য কমে হয়েছিল ২ হাজার ৩৭৩ ডলার।

২০২২ সালের অক্টোবরে চীনে প্রাইমারি অ্যালুমিনিয়াম উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৫ শতাংশ বেড়েছিল। রফতানি বাড়ায় ও বিদ্যুৎ ব্যবহারে বিধিনিষেধ শিথিল হওয়ার কারণে উৎপাদন ইতিবাচক দিকে মোড় নিয়েছিল। তবে উৎপাদন বাড়লেও দেশটিতে ধাতুটির চাহিদা নিম্নমুখী ছিল। অক্টোবরে চীন সব মিলিয়ে ৩৪ লাখ ৫০ হাজার টন প্রাইমারি অ্যালুমিনিয়াম উৎপাদন করেছে বলে জানিয়েছিল ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস। ২০২১ সালের একই সময় চীনে জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়। এতে শীর্ষ অ্যালুমিনিয়াম ব্যবহারকারী দেশটিতে উৎপাদন ব্যাপক হারে কমে। ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকসের তথ্যানুযায়ী, ২০২২ সালের অক্টোবরে দৈনিক প্রাইমারি অ্যালুমিনিয়াম উৎপাদন দাঁড়িয়েছিল ১ লাখ ১১ হাজার ২৯০ টনে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন