ভারতে দক্ষ কর্মী খুঁজছে বোয়িং ও এয়ারবাস

বণিক বার্তা ডেস্ক

বিশ্বজুড়ে দ্রুত পুনরুদ্ধার হচ্ছে এয়ারলাইনস খাতের। কভিড মহামারীর মন্দা কাটিয়ে এ খাতে ফিরতে শুরু করেছে চাহিদা। এ অবস্থায় কোম্পানিগুলোয়ও নতুন ও দক্ষ জনবল প্রয়োজন হয়ে উঠেছে। সে চাহিদা মেটাতে ভারত থেকে উচ্চদক্ষতাসম্পন্ন এবং কম মজুরির প্রকৌশলী খুঁজছে বোয়িং ও এয়ারবাসের মতো উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান। সেই সঙ্গে ভারতেই উড়োজাহাজ নির্মাণ সক্ষমতা বাড়াতে চায় প্রতিষ্ঠান দুটি। খবর গালফ নিউজ।

এয়ারবাসের পরিকল্পনা হলো চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশে ১৩ হাজার কর্মী নিয়োগ দেয়া। এর মধ্যে এক হাজারই নিয়োগ দেয়া হবে ভারতে। সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছর ভারতে ১৫ লাখ শিক্ষার্থী প্রকৌশলবিদ্যায় লেখাপড়া শেষ করে বের হন। এ সুযোগই কাজে লাগাতে চায় বিশ্বের বড় বড় কোম্পানি। বোয়িংয়ের একটি সূত্র জানিয়েছে, ভারতের টেকনোলজির হাব হিসেবে পরিচিত বেঙ্গালুরুতে একজন প্রকৌশলী নিয়োগ দিলে তার খরচ সিয়াটলের চেয়ে ৭ শতাংশ কম হয়। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন