আরাভ নামে কাউকে ব্যক্তিগতভাবে চিনি না : বেনজীর আহমেদ

নিজস্ব প্রতিবেদক

সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ ছবি : বণিক বার্তা

পুলিশ কর্মকর্তাকে খুনের অভিযোগে অভিযুক্ত আরাভ খানকে ব্যক্তিগতভাবে চেনেন না জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ। আরাভ খানের হঠাৎ ধনী হয়ে ওঠার পেছনে সাবেক শীর্ষ এক পুলিশ কর্মকর্তাকে জড়িয়ে সোশাল মিডিয়ায় লেখালেখির মধ্যে আজ শনিবার ( ১৮ মার্চ)  তিনি এ পোস্ট দেন। 

দুবাইয়ের গয়নার দোকান আরাভ জুয়েলার্সের উদ্বোধনে ক্রিকেটার সাকিব আল হাসানসহ বিনোদন জগতের তারকাদের অংশগ্রহণের মধ্যে প্রকাশ পায় যে এর মালিক আরাভ খান দেশে পুলিশ হত্যার আসামি। পুলিশ জানায়, পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যাসহ ১২টির মতো মামলার গ্রেফতারি পরোয়ানা থাকা রবিউল ইসলাম দুবাইয়ে গিয়ে আরাভ খান নামে পরিচিত হন। 

পোস্টে তিনি লিখেছেন,  সম্মানিত দেশবাসী, আমি আপনাদের সবাইকে আশ্বস্ত ও সম্পূর্ণভাবে নিশ্চিত করতে চাই যে আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয় নামে আমি কাউকে চিনি না। আমার সঙ্গে তার এমনকি প্রাথমিক পরিচয়ও নাই। আমি আমার ল’ এনফোর্সমেন্ট ক্যারিয়ারের পুরোটা সময় খুনি, সন্ত্রাসী, ড্রাগ ব্যবসায়ী, চোরাকারবারি, ভেজালকারী ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছি কখনোই সখ্যতা নয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন