মরে ভেসে উঠেছে লাখ লাখ মাছ, আটকে গেছে নদীর প্রবাহ

বণিক বার্তা অনলাইন

বোল নিউজের ছবি।

অস্ট্রেলিয়ান আউটব্যাকের ডার্লিং নদীতে মরে ভেসে উঠেছে লাখ লাখ মাছ। মরা মাছের সংখ্যা এতই বেশি যে, এর ফলে আটকে গিয়েছে নদীর পানিপ্রবাহ। বিবিসির খবরে বলা হয়েছে, তীব্র তাপমাত্রার কারণে এসব মাছ মারা গিয়ে থাকতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, লোকজন নৌকায় করে মাছ সংগ্রহ করছে। গতকাল শুক্রবার (১৭ মার্চ) নিউ সাউথ ওয়েলসের স্থানীয় সরকার বলেছে, এ ধরনের ঘটনা ডার্লিং নদীতে প্রায়ই ঘটে। ২০১৮ সাল থেকে এ পর্যন্ত তিনবার এ ধরনের বিপর্যয় দেখা গেল।

এ ধরনের ঘটনাকে পরাবাস্তব বলছেন মেনিন্ডির স্থানীয় গ্রায়েম ম্যাকক্রাব। এখনই নদী থেকে মাছগুলো সরিয়ে ফেলা না হলে পানি দূষিত হয়ে আরো মাছ মারা পড়বে। এ ধরনের ঘটনা আগে ঘটলেও এবারের ব্যাপকতা বেশি বলছেন তিনি।

স্থানীয় প্রশাসন বলছে, সম্প্রতি ওই এলাকায় একটি বন্যা হয়েছে। বন্যার পর নদীতে কার্পজাতীয় মাছের সংখ্যা বেড়েছিল। তবে এখন পানি কমে যাওয়ায় মাছগুলো মারা যাচ্ছে। তাছাড়া উষ্ণ পানি ঠাণ্ডা পানির চেয়ে কম অক্সিজেন ধারণ করে। ওই এলাকায় এখন গরমকাল চলছে, তাই পানিতে অক্সিজেনের পরিমাণ কমে গিয়েছে। আর কম অক্সিজেনে কার্পজাতীয় মাছগুলো বাঁচতে পারে না। অর্থাৎ পানিতে অক্সিজেনের পরিমাণের অপর্যাপ্ততার জন্যই এমনটি ঘটেছে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন