কারণ ছাড়াই শেয়ারদর বাড়ছে রূপালী লাইফের

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিভাবে বেড়েছে। তবে এ বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে গতকাল জানিয়েছে জীবন বীমা খাতের কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ১২ মার্চের পর থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ১০১ টাকা ২০ পয়সা। ১৪ মার্চ লেনদেন শেষে এ শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১১৮ টাকা ৬০ পয়সায়। আলোচ্য দুদিনে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৭ টাকা ৪০ পয়সা বা ১৭ দশমিক ১৯ শতাংশ। অবশ্য গতকাল কোম্পানিটির শেয়ারদর ৮ টাকা ২০ পয়সা কমেছে। এদিকে সাম্প্রতিক সময়ের মধ্যে ১৪ মার্চ কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির মোট ৩১ লাখ ৯৯ হাজার ৫৮৫টি শেয়ার লেনদেন হয়। আর গতকাল কোম্পানিটির ২৬ লাখ ১৫ হাজার ৮৪৫টি শেয়ার হাতবদল হয়েছে। 

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির জীবন বীমা তহবিলের আকার ২ কোটি ৬৪ লাখ ৯০ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫৩১ কোটি ১০ লাখ টাকায়। আগের হিসাব বছরের একই সময়ে এ তহবিলের আকার ২ কোটি ৭১ লাখ ৭০ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছিল ৫০৭ কোটি ৮২ লাখ ৪০ হাজার টাকায়। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন