আইইউবিতে মহাকাশের ছবি তুলতে সক্ষম টেলিস্কোপ উন্মোচন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) মহাকাশের ছবি তুলতে সক্ষম দুটি অত্যাধুনিক টেলিস্কোপ উন্মোচন করা হয়েছে। কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো (ইউঅবটি) থেকে উপহার হিসেবে এ দুই ইউনিস্টেলার ইভিস্কোপ ইকুইনক্স টেলিস্কোপ পেয়েছে আইইউবি। 

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউবি মিলনায়তনে টেলিস্কোপ দুটি উন্মোচন করেন লেখক ও পদার্থবিজ্ঞানী ড. মুহম্মদ জাফর ইকবাল। একই অনুষ্ঠানে ‘দূরবিন-দূর বিশ্বের নাগরিক’ নামের একটি প্রকল্পও উদ্বোধন করা হয়। অত্যাধুনিক টেলিস্কোপ দুটি এ প্রকল্পের অধীনেই ব্যবহৃত হবে। এছাড়া অনুষ্ঠানে ‘জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে প্রাচীন তারাপুঞ্জ’ শীর্ষক একটি বক্তৃতা উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব টরন্টোর ডানলপ ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকসের পোস্টডক্টরাল ফেলো এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের জ্যোতির্বিজ্ঞানী ড. লামীয়া মওলা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন আইইউবির উপাচার্য তানভীর হাসান, আইইউবির সহকারী অধ্যাপক, দূরবিন প্রকল্পের সমন্বয়ক জ্যোতির্বিজ্ঞানী ড. খান আসাদ, আইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। —বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন