শেয়ার বিক্রি করবেন বেক্সিমকো ফার্মার করপোরেট পরিচালক

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের দুই করপোরেট পরিচালক ব্লক মার্কেটের মাধ্যমে ১ কোটি ৭০ লাখ শেয়ার নিজেদের মধ্যে কেনাবেচার সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি।

তথ্য অনুসারে, বেক্সিমকো ফার্মার করপোরেট পরিচালক আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেড ডিএসইর ব্লক মার্কেটের মাধ্যমে কোম্পানিটির ১ কোটি ৭০ লাখ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। অন্য এক করপোরেট পরিচালক অ্যাবসলিউট কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানিটির সমপরিমাণ শেয়ার ব্লক মার্কেটের মাধ্যমে কেনার ঘোষণা দিয়েছে। ডিএসইর বিদ্যমান বাজারদরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার কেনাবেচা সম্পন্ন করতে চান এ দুই করপোরেট পরিচালক। 

১৯৮৬ সালে পুঁজিবাজারে আসা কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৪৬ কোটি ১১ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩ হাজার ৮৬ কোটি ৩১ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৩০ দশমিক ১৪ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ৬১ শতাংশ, বিদেশী ২৮ দশমিক ৯৩ শতাংশ ও বাকি ১৭ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

সর্বশেষ ডিএসইতে গতকাল বেক্সিমকো ফার্মার শেয়ার ১৪৬ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৪০ টাকা ৭০ পয়সা ও ১৯৪ টাকা ৯০ পয়সা। 

চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৬৫ কোটি ৮১ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩১৩ কোটি ১৯ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ১৫ দশমিক ১৩ শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন