
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন কমডোর আরিফ আহমেদ মোস্তফা। তিনি কমডোর (বর্তমানে রিয়ার অ্যাডমিরাল) গোলাম সাদেকের স্থলাভিষিক্ত হন।
১৯৯২ সালে নৌবাহিনীতে কমিশন লাভের পর দীর্ঘ ৩০ বছর বর্ণাঢ্য কর্মজীবনে কমডোর আরিফ বিভিন্ন কমান্ড, প্রশিক্ষণ ও স্টাফ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি সশস্ত্র বাহিনী বিভাগে মহাপরিচালক, সামরিক ও বেসামরিক সংযোগ পরিদপ্তর ও নৌ-সদরে ড্রাফটিং অথরিটি হিসেবেও কর্মরত ছিলেন। কমডোর আরিফ আহমেদ মোস্তফা সর্বশেষ বাংলাদেশ নৌবাহিনীর সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ, মিরপুর সেনানিবাসে ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বে ছিলেন। —বিজ্ঞপ্তি