
রাজধানীর রামপুরায় অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা আটটার দিকে উলন রোডের একটি ৫ তলা ভবনের চিলেকোঠায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানো হয়েছে, রাত আটটার দিকে এই অগ্নিকাণ্ডের খবর পান তারা। আটটা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে ৮টা ৫০ মিনিটে।
ফায়ার
সার্ভিস জানায়, এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম নাম আব্দুল হাই জামালী
বিপু (৪৫)। নিহত বিপু মানসিক ভারসাম্যহীন ছিল বলে দাবি করেছেন তার ভাই আবু সাইদ সোহাগ।
সিগারেট
থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের প্রায় লাখ খানেক টাকার
ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।