তালিকাভুক্ত কোম্পানিগুলোকে নিয়ে ডিএসই-সিএসইর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিরিউটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তত্ত্বাবধানে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আইন-কানুন প্রতিপালন-বিষয়ক দুদিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা যৌথভাবে আয়োজন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের (বিএএসএম) উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। কর্মশালায় বিএসইসি কমিশনার ড. মিজানুর রহমান ও ড. রুমানা ইসলাম এবং বিএসইসি, বিএএসএম ও স্টক এক্সচেঞ্জের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। কর্মশালায় তালিকাভুক্ত প্রতিষ্ঠানের উল্লেখযোগ্যসংখ্যক ব্যবস্থাপনা পরিচালক (এমডি), চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) ও কোম্পানি সেক্রেটারিরা (সিএস) অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিএএসএমের মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী উপস্থিত সবাইকে অনুষ্ঠানটি সফলভাবে শেষ করার জন্য আন্তরিক অভিবাদন জানান। —বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন