
এআর ও ভিআর নিয়ে সর্বশেষ পরিকল্পনা শেয়ার করেছে মার্ক জাকারবার্গের মেটা। দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়, কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় ২০২৭ সালের মধ্যে পুরোদস্তুর এআর গ্লাস আনার পরিকল্পনা জানিয়েছে সোশ্যাল জায়ান্টটি। মাঝের সময়ে অন্যান্য এআর গ্লাস আনা হলেও ২০২৭ সালে উন্মোচন হতে যাওয়া গ্লাসকে নিজেদের ‘আইফোন মোমেন্ট’ হিসেবে দেখতে চান জাকারবার্গ। ওই গ্লাসটি এআর ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দেয়া এবং আইফোনের মতো জনপ্রিয় ডিভাইস হবে বলে আশা করছেন তিনি। দ্য ভার্জ