বিজিআইসির শেয়ারদর কমেছে ১৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১৯ শতাংশের বেশি কমেছে। এর মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর পতনের তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বিজিআইসির শেয়ারদর ছিল ৬২ টাকা ৩০ পয়সায়। সপ্তাহ শেষে যা কমে দাঁড়িয়েছে ৪৮ টাকা ৩০ পয়সায়। সে হিসাবে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৪ টাকা বা ১৯ দশমিক ১০ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির ৩৮ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ৯ লাখ ৬৩ হাজার ৭৫০ টাকা। 

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৮ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন