দেশের অন্যতম ব্যস্ত অভিনেতা মোশাররফ করিম। নাটক সিনেমা ও ওয়েব সিরিজে সমানভাবে বিচরণ তার। সম্প্রতি তিনি একটি নাটকে অভিনয় করেছেন মিম চৌধুরী ও অনিন্দিতা মিমির সঙ্গে। নাটকটির নাম ‘হারামখোর’। এটি রচনা করেছেন জুয়েল এলিন এবং পরিচালনায় আছেন ইমরান হাওলাদার। এরই মধ্যে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে ও একটি বস্তিতে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘গল্পটা ভালো লেগেছে আমার কাছে। মিম ও মিমি দুজনই ভালো করার চেষ্টা করেছে। আমি যথারীতি ওদের সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করেছি। আমার চরিত্রটি একেবারেই ভিন্ন। আশা করছি ভালো লাগবে দর্শকের।’
পরিচালক জানান, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে এবং পরবর্তী সময়ে একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। কিছুদিন আগেই মোশাররফ করিম অভিনীত ‘স্বর্ণমানব-৫’ নাটকটি প্রশংসা পেয়েছে। এটি পরিচালনা করেন এসএ হক অলিক। এতে মোশাররফ করিমের সঙ্গে আরো অভিনয় করেছিলেন তারিন জাহান, রুনা খানসহ আরো অনেকে।