শিগগিরই ‌চিপ ‌উৎপাদন শুরু করবে ‌ভারত

বণিক বার্তা ডেস্ক

চিপ উৎপাদনে বিশ্বের শীর্ষ তালিকায় উঠে আসতে চায় ভারত ছবি: ইন্ডিয়া টাইমস

নিজস্ব প্রযুক্তিতে নির্মিত চিপ উৎপাদন করবে ভারত। রাষ্ট্রীয় মালিকানাধীন এনার্জি এফিশিয়েন্সি সার্ভিস লিমিটেড (ইইএসএল) এখন ইলেকট্রনিক চিপ ও প্রিন্টেড সার্কিট বোর্ডের (পিসিবি বা মাদারবোর্ড) ঘাটতিতে বিদ্যুৎ মিটারের অভ্যন্তরীণ উৎপাদন সংকটে পড়ছে। এ সম্পর্কে মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনার বিষয়ে দেশটির ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সচিব অ্যালকেশ কুমার শর্মা সম্প্রতি বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে। খবর ইন্ডিয়া টাইমস। 

অ্যালকেশ শর্মা বলেন, অর্ধপরিবাহী উৎপাদনের ক্ষেত্রে ভারত বিশ্বের শীর্ষ ছয়-সাতটি অংশীদার দেশের মধ্যে থাকবে। এটা শিগগিরই ঘটবে। স্থানীয় পর্যায়ে স্মার্ট মিটার ও ইলেকট্রিক চার্জার উৎপাদন বিষয়ে ভারতের কেরালায় থিরুবনন্তপুরমে প্রযুক্তি হস্তান্তরসংক্রান্ত এক সম্মেলনে তিনি বলেন, ‘‌দেশের ইলেকট্রনিকস বা অটোমোবাইল খাত, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে প্রযুক্তি উন্নয়নে নেতৃত্ব দিচ্ছে প্রযুক্তি মন্ত্রণালয়।’

এছাড়া প্রযুক্তি খাতের অন্যান্য উন্নয়ন বিষয়ে অ্যালকেশ শর্মা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিষয়ে আমরা নেতৃত্ব দিয়েছি। বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। এজন্য একটি বড় উদ্যোগ হলো পরিবেশবান্ধব প্রযুক্তির দিকে অগ্রসর হওয়া। বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) এর একটি গুরুত্বপূর্ণ মিশন। ক্রমেই ইভির চাহিদা বাড়ছে। বর্তমানে ভারতের শীর্ষ ২০টি শহরে আমাদের পাঁচ হাজার চার্জিং কেন্দ্র দরকার। ইভি দেশের জন্য অসীম সুবিধা নিয়ে আসবে।’

ন্যাশনাল মিশন অন পাওয়ার ইলেকট্রনিকস টেকনোলজি (নামপেট) কর্মসূচির আওতায় সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং (সি-ডিএসি) থিরুবনন্তপুরমে ভারতীয় মানদণ্ড অনুযায়ী একটি স্মার্ট এনার্জি মিটার তৈরি করেছে। পাশাপাশি এটি অ্যাডভান্সড মিটারিং ইনফ্রাস্ট্রাকচারের (এএমআই) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি জানান, স্থানীয় স্মার্ট মিটারের উন্নয়ন হলে মিটারিংয়ের সক্ষমতা বাড়াবে এবং বিদ্যুতের খরচ কমাবে। জনগণ সঠিক বিল পাবে। এছাড়া বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলোও উপকৃত হবে। 

ইইএসএলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এটি প্রচলিত স্মার্ট মিটার থেকে ডিজিটাল স্মার্ট মিটারে রূপান্তরের একটি পর্যায়। তিনি বলেন, ‘‌আজ আমরা হার্ডওয়্যার উপাদান, চিপ ও পিসিবির (প্রিন্ট সার্কিট বোর্ড) সংকটের মুখে পড়েছি। কেননা বর্তমানে এসব চিপের জন্য আমাদের বিভিন্ন দেশের ওপর নির্ভর করতে হয়। সি-ড্যাককে ধন্যবাদ। এর সাহায্যে দেশীয় প্রযুক্তির বিকাশে আমাদের নিজস্ব উৎপাদন সমক্ষতা তৈরি হবে। আমাদের নিজস্ব পিসিবি থাকা উচিত।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন