স্টেফি গ্রাফের রেকর্ড ছুঁয়েছেন জোকোভিচ

ক্রীড়া ডেস্ক

গত মাসে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর জোকোভিচ। ছবি: এপি

র‍্যাংকিংয়ের এক নম্বরে সর্বোচ্চ ৩৭৭ সপ্তাহ থাকার রেকর্ডটা এতদিন নিজের করে রেখেছিলেন জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফ। এবার সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন নোভাক জোকোভিচ। আজই ক্যারিয়ারের ৩৭৭তম সপ্তাহ শুরু করলেন সার্বিয়ান সুপারস্টার, যিনি সম্প্রতি অস্ট্রেলিয়ান ওপেনে নিজের ২২তম গ্র্যান্ডস্লাম শিরোপা জিতে ছুঁয়েছেন রাফায়েল নাদালকে। এবার আরেকটি রেকর্ডে ভাগ বসালেন ৩৫ বছর বয়সী খেলোয়াড়টি।

 

২০২১ সালের মার্চ থেকে পুরুষদের টেনিসে সবচেয়ে বেশি সপ্তাহ র‍্যাংকিং চূড়ায় থাকার রেকর্ড ধরে রাখছেন জোকোভিচ। এবার নারী-পুরুষ সম্মিলিতভাবে র‍্যাংকিংয়ের রেকর্ড ছুঁয়ে ফেললেন তিনি। আজ তিনি স্টেফি গ্রাফের পাশে বসলেন। গ্রাফ ১৯৮৭ সালে প্রথম র‍্যাংকিংয়ের এক নম্বরে ওঠেন। জোকোভিচ প্রথম র‍্যাংকিংয়ের এক নম্বরে ওঠেন ২০১১ সালে। তিনিও গ্রাফের মতো ২২টি গ্র্যান্ডস্লাম শিরোপা জিতেছেন।

 

সবচেয়ে বেশি সপ্তাহ ধরে র‍্যাংকিং চূড়ায় থাকার রেকর্ড গড়ার পাশাপাশি একটানা ১৮৬ সপ্তাহ শীর্ষে থাকার আরেকটা রেকর্ডও গড়েছিলেন গ্রাফ, পরে ২০১৬ সালে সেটি ছুঁয়েছেন সেরেনা উইলিয়ামস। ২০১৪ সালের জুলাই থেকে ২০১৬ সালের নভেম্বরের মধ্যবর্তী সময়ে টানা ১২২ সপ্তাহ র‍্যাংকিংয়ের শীর্ষে ছিলেন জোকোভিচ। পুরুষ টেনিসে টানা ২৩৭ সপ্তাহ শীর্ষে থাকার রেকর্ড আছে রজার ফেদেরারের।

 

গত মাসে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ছয় মাস পর র‍্যাংকিংয়ের এক নম্বরে ফেরেন জোকোভিচ। বর্তমানে তার নামের পাশে ৭ হাজার ৭০ পয়েন্ট, যা দুই থাকা কার্লোস আলকারাজের চেয়ে ৫৯০ বেশি।

 

১৯৭৩ সালে ছেলেদের টেনিসে র‍্যাংকিং চালু হয়, তার দুই বছর পর র‍্যাংকিংয়ের আওতায় আসেন নারীরাও।  

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন