পাক-আফগান সম্পর্কের অবনতি, বন্ধ হলো সীমান্ত

বণিক বার্তা অনলাইন

রয়টার্সের ছবি।

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক গত কয়েকদিনের ব্যবধানে অত্যন্ত দ্রুত অবনতি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশদুটির মধ্যে প্রধান সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। রয়টার্সের খবর বলছে, রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকেই বন্ধ রয়েছে তোরখাম স্থল বন্দর সীমান্তটি। তবে ঠিক কোন পক্ষের উদ্যোগে সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স।

চারদিকে স্থলবেষ্টিত আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে পণ্য ও ভ্রমণার্থী যাওয়া-আসার প্রধান পথ এ বন্দরটি বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্টরা। ওই এলাকায় দায়িত্বরত পাকিস্তানের দুজন নিরাপত্তা কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, খাইবার গিরিপথের সীমান্ত এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলিও হয়েছে।

প্রসঙ্গত, প্রতিবেশী দেশদুটির মধ্যে ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। দুই দশক ধরে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকার থাকার সময় থেকে শুরু করে ২০২১ সালে তালেবান ক্ষমতা নেওয়ার পরও সীমান্তে দুই প্রতিবেশীর সংঘাত লেগেই আছে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন