লেনদেনে ফিরছে আরএকে সিরামিকস

নিজস্ব প্রতিবেদক

নির্ধারিত রেকর্ড ডেটের পর আজ পুনরায় লেনদেন শুরু করতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড। এর আগে গত বৃহস্পতিবার রেকর্ড ডেট-সংক্রান্ত কারণে কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে আরএকে সিরামিকসের পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ৩০ মার্চ বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল বৃহস্পতিবার। 

২০২২ হিসাব বছরে আরএকে সিরামিকসের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৭ কোটি ১৬ লাখ টাকা। এর আগের বছর এ মুনাফা ছিল ৯০ কোটি ৫২ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফ কমেছে ২৩ কোটি ৩৬ লাখ টাকা বা ৩৪ দশমিক ৭৮ শতাংশ। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন