এবি ব্যাংকের বন্ড

শেষবারের মতো সাবস্ক্রিপশনের সময় বাড়াল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক লিমিটেডের পারপেচুয়াল বন্ডের সাধারণ বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত ৬০ কোটি টাকার বিপরীতে এরই মধ্যে সাবস্ক্রিপশনের জন্য তিন দফা সময় বাড়িয়েও সাড়া পাওয়া যায়নি। চতুর্থবারের মতো সময় বাড়ানোর জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে সম্প্রতি আবেদন করেছিল ব্যাংকটি। এর পরিপ্রেক্ষিতে এ বছরের ৩০ মার্চ পর্যন্ত শেষবারের মতো সাবস্ক্রিপশনের সময় বাড়ানোর অনুমোদন দিয়েছে কমিশন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসির ৮০০তম কমিশন সভায় বন্ডটি অনুমোদন পাওয়ার পর গত বছরের ৩০ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত এর সাবস্ক্রিপশনের মেয়াদ নির্ধারিত ছিল। তবে এ সময়ে কাঙ্ক্ষিত মাত্রায় সাবস্ক্রিপশন না হওয়ার কারণে গত বছরের ২২ মে পর্যন্ত এর মেয়াদ বাড়ানো হয়। এ সময়ের মধ্যেও সাবস্ক্রিপশন না হওয়ায় এর মেয়াদ আরো তিন মাস বাড়িয়ে ২২ আগস্ট করা হয়। এ সময়েও বন্ডটি কেনার জন্য কাঙ্ক্ষিত ক্রেতা খুঁজে পায়নি এবি ব্যাংক। পরে ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে তৃতীয় দফায় ৩০ ডিসেম্বর পর্যন্ত বন্ডটির সাবস্ক্রিপশনের মেয়াদ বাড়ানো হয়। কিন্তু এ সময়ের মধ্যেও কাঙ্ক্ষিত সাবস্ক্রিপশন না হওয়ায় চতুর্থবারের মতো এর সময় বাড়ানোর জন্য বিএসইসির কাছে আবেদন জানায় ব্যাংকটি। দুর্বল আর্থিক ভিত্তির কারণে ব্যাংকটির বন্ড কেনার জন্য কেউ আগ্রহী হচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন