ভিডিও : একটি ইউনিক হাসপাতাল এনাম ক্যান্সার সেন্টার

মুখগহ্বর বা মুখবিবরের ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর সঙ্গে ধূমপান ওতপ্রোতভাবে জড়িত। এক্ষেত্রে আমরা মূলত মনোযোগ দিই টোব্যাকো গ্রহণের দিকে। সেটা ধূমপান আকারে হতে পারে আবার চিউইং আকারেও হতে পারে। অনেকে গুল ব্যবহার করে পরে সেটা মুখবিবরের নানা স্থানে রেখে দেয়। এগুলোই মুখগহ্বর বা মুখবিবরের ক্যান্সার তৈরিতে ভূমিকা রাখে। 

বিস্তারিত : একটি ইউনিক হাসপাতাল এনাম ক্যান্সার সেন্টার





এই বিভাগের আরও খবর

আরও পড়ুন