পাসওয়ার্ড ভুলে যাওয়া সেলফোন আনলকের উপায়

বণিক বার্তা ডেস্ক

স্মার্টফোনের সুরক্ষায় পাসওয়ার্ড, প্যাটার্ন লক, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলকসহ বিভিন্ন ফিচার রয়েছে। তবে ব্যবহারের সুবিধার্থে বা নিরাপত্তার স্তর হিসেবে পাসওয়ার্ড ব্যবহারেই সবাই আগ্রহী। মূলত বাইরের কেউ যেন ব্যক্তিগত স্মার্টফোন ঘাঁটাঘাঁটি না করতে পারে সেজন্যই এ ব্যবস্থা। লক থাকা অবস্থায় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও সবই সুরক্ষিত থাকে। তবে কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গেলে বিড়ম্বনার শুরু তখনই। পাসওয়ার্ড ভুলে গেলে ঘাবড়ানোর কোনো কারণ নেই। গিজচায়নায় সেলফোন আনলকের পদ্ধতি জানানো হয়েছে।

পাসওয়ার্ড ভুলে যাওয়া স্মার্টফোন আনলকের বেশকিছু পদ্ধতি রয়েছে। প্রথমেই জি-মেইলের ব্যবহার। ডিভাইস বা স্মার্টফোনে পাসওয়ার্ড ভুলে গেলেও  অনেকে বারবার চেষ্টা করেন। সে সময় ফরগট প্যাটার্ন বা ফরগট পাসওয়ার্ডের অপশন দেখানো হয়। প্রাথমিকভাবে সেটিতে ক্লিক করতে হবে। এরপর ব্যবহারকারীকে জি-মেইলের ইউজার নেম ও পাসওয়ার্ড নিয়ে সাইন ইন করতে হবে। এরপর নতুন পাসওয়ার্ড দিলে ফোন আনলক করা যাবে।

দ্বিতীয় উপায়টি হচ্ছে ডিভাইস ম্যানেজার ব্যবহার করা। এ পদ্ধতিতে সেলফোন আনলক করতে হলে স্মার্টফোনে ডিভাইস ম্যানেজার চালু থাকতে হবে। এজন্য ব্যবহারকারীকে ডিভাইস ম্যানেজার ওয়েবসাইটে প্রবেশ করে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে। সেখানে নির্দিষ্ট ডিভাইস ইরেজ বা মুছে দেয়ার অপশন দেখা যাবে। ইরেজে ক্লিক করলেই সেলফোন ফ্যাকটরি রিসেট মোডে চলে যাবে। এক্ষেত্রে ফোনে সংরক্ষিত ছবি, তথ্য, নথি মুছে যাবে। ফ্যাকটরি রিসেট হওয়ার পর নতুন করে পাসওয়ার্ড ব্যবহার করা যাবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন