কিবরিয়া ছাপচিত্র মেলা শুরু

বণিক বার্তা অনলাইন

ছবি : বণিক বার্তা

১১তম কিবরিয়া ছাপচিত্র মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় কিবরিয়া প্রিন্ট স্টুডিও আয়োজিত রাজধানীর কলাকেন্দ্রের গ্যালারিতে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্পী রফিকুন নবী। এছাড়া বিশেষ অতিথি হিসাবে ছিলেন জেরীন মাহামুদ হোসেন ও শিল্পী ও চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিল্পী আবুল বার্ক আল্ভী।

মেলায় প্রবীণ ও নবীন ছাপচিত্রীদের কাজ নিয়ে দেশের প্রায় সবকটি বিশ্ববিদ্যালয়ের ( যেসব বিশ্ববিদ্যালয়ে ছাপচিত্র বিভাগ আছে) চারুকলা বিভাগ এবং ছাপচিত্র স্টুডিওসমূহসহ মোট ১৬টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। 

নয় দিনব্যাপী অনুষ্ঠিত কিবরিয়া ছাপচিত্র মেলাতে সুলভে ছাপচিত্র সংগ্রহের সুযোগ রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন