আড়াই ঘণ্টা পর সচল ওসমানী বিমানবন্দরের রানওয়ে

বণিক বার্তা প্রতিনিধি, সিলেট

ছবি : বণিক বার্তা

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের সময় উড়োজাহাজের চাকা ফেটে যাওয়ার প্রায় আড়াই ঘণ্টা ওঠানামা বন্ধ ছিল। পরে দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটি রানওয়ে থেকে সরিয়ে নেয়ার পর চলাচল স্বাভাবিক হয়। আজ শুক্রবার দুপুর দেড়টায় ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬০২ ফ্লাইটটি দুর্ঘটনার কবলে পড়ে। 

ফ্লাইটের যাত্রী মোস্তাক হায়াত খান বলেন, ‘‌হঠাৎ করে বিকট শব্দ হয়। এরপর বিমানটিতে ঝাঁকুনি শুরু হয়। এতে যাত্রীদের সকলেই আতংকিত হয়ে পড়েন। এ ঘটনার পর প্রায় ৪০ মিনিট যাত্রীরা বিমানের ভেতরে আটকে ছিলেন। পরে তাদের বিমানবন্দরের লাউঞ্জে নেয়া হয়।’

সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, শুক্রবার দুপুর দেড়টায় সিলেট থেকে যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৬০২ ফ্লাইটটি ঢাকা যাচ্ছিল। ওই ফ্লাইটে ১৪৮জন যাত্রী ছিলেন। উড্ডয়নের উদ্দেশ্যে রানওয়েতে ওঠার পর সেটির একটি চাকা ফেটে অচল হয়ে যায়। এ সময় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

তিনি  জানান, ঘটনার পর থেকে বিমানটির চাকা মেরামতের কাজ শুরু হয়। বিকাল সাড়ে ৩টার দিকে মেরামতের কাজ শেষে বিমানটি রানওয়ে থেকে সরিয়ে নেয়া হয়। এরপর ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়। ওই ফ্লাইটের যাত্রীদের বিকল্প ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়েছে। 

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার উড়োজাহাজটিতে থাকা ১৪৮ যাত্রীর কেউ এ ঘটনায় হতাহত হননি। চাকা ফেটে যাওয়ায় রানওয়ে দিয়ে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বিঘ্নিত হয়। আটকে পড়া যাত্রীদের অন্য একটি ফ্লাইটে ঢাকা আনা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন