
প্রধানমন্ত্রী শেখ হাসিনার
প্রতিশ্রুত স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের জ্ঞান, সক্ষমতা ও
প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন
ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) কুমিল্লায়
একটি স্কুলের ভবন উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় শিক্ষার্থীদের
উন্নত স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে তিনি
বলেন, ‘কীভাবে নিজেকে সক্ষম ও দক্ষ করে গড়ে তোলা যায়, তাতে গুরুত্ব
দিলেই দেশের মানব সম্পদের উন্নয়ন হবে।’
এ সময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন যাতে শিক্ষকরা
নিয়মিত বেতন পান। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক বিদ্যালয়ে
শতভাগ ভর্তি নিশ্চিত করেছেন।’