২০২২ সালে সৌদির অর্থনীতি সম্প্রসারিত হয়েছে ৮.৭ শতাংশ

বণিক বার্তা ডেস্ক

বিশ্বের শীর্ষ তেল উৎপাদক দেশ সৌদি আরব। তবে ২০২২ সালে তেল ও তেলবহির্ভূত খাতের সম্প্রসারণের ফলে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৭ শতাংশ। দেশটির প্রাথমিক সরকারি তথ্যানুসারে, তেলের পাশাপাশি তেলবহির্ভূত খাতগুলোর বিকাশ কাজ করেছে অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে। খবর দ্য ন্যাশনাল নিউজ।

জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকস (গ্যাস্ট্যাট) অনুসারে, সৌদি আরবের তেল খাতের সার্বিক কার্যক্রম বেড়েছে ১৫ দশমিক ৪ শতাংশ। এর মধ্যে অপরিশোধিত ক্রুড অয়েল, প্রাকৃতিক গ্যাস ও পরিশোধিত তেল উত্তোলন কার্যক্রম অন্তর্ভুক্ত, যা মূলত জিডিপি প্রবৃদ্ধির অনুঘটন হিসেবে কাজ করেছে। ১২ মাসের হিসাবে ডিসেম্বরের শেষ পর্যন্ত দেশটিতে তেলবহির্ভূত খাতের কার্যক্রম ৫ দশমিক ৪ শতাংশ বেড়েছে, বিপরীতে সরকারি পরিষেবা খাতের কার্যক্রম বেড়েছে ২ দশমিক ২ শতাংশ।

ডিসেম্বরে দেশটির অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান বার্ষিক প্রবৃদ্ধি ৮ দশমিক ৫ শতাংশ সম্প্রসারণের পূর্বাভাস দিয়েছিলেন। যদিও প্রবৃদ্ধির পরিমাণ তার অনুমানের তুলনায় খানিকটা বেশি। ২০২১ সালের একই সময়ের তুলনায় সৌদি আরবের জিডিপি প্রবৃদ্ধি গত বছরের চতুর্থ প্রান্তিকে ৫ দশমিক ৪ শতাংশ বেশি হয়েছে। গ্যাস্ট্যাটের অনুমান অনুসারে, ডিসেম্বরে শেষ হওয়া তিন মাস সময়কালের মধ্যে তেলবহির্ভূত কার্যক্রম বেড়েছে ৬ দশমিক ২ শতাংশ, যেখানে তেল উৎপাদনসংশ্লিষ্ট কার্যক্রম বেড়েছে ৬ দশমিক ১ শতাংশ। প্রাথমিক অনুমান অনুসারে ধারণা করা হচ্ছে, ২০২৩ সালে সৌদি আরবের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ১ শতাংশ, যেখানে মূল্যস্ফীতি ধরা হয়েছে ২ দশমিক ১ শতাংশ।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রত্যাশা করছে, চলতি বছর সৌদির অর্থনৈতিক প্রবৃদ্ধি ২ দশমিক ৬ শতাংশ এবং ২০২৪ সালে ৩ দশমিক ৪ শতাংশ বাড়বে। বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক এ দেশটি গত বছর ব্রেন্ট ক্রুডের মূল্যবৃদ্ধির মাধ্যমে বড় ধরনের লাভ অর্জনে সক্ষম হয়।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর গত বছরের মার্চে ব্রেন্টের মূল্য ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ ব্যারেলপ্রতি ১৪০ ডলারের কাছাকাছি পৌঁছে। তবে চীনের মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বেশ কয়েকটি অর্থনীতিতে মন্দার জোরালো সম্ভাবনা বাজারের ওপর ভর করাতে ২০২২ সালে তেলের দাম খানিকটা কমে যায়।

এই মাসের শুরুতে, আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা বিশ্ব অর্থনীতির জন্য কঠিন সময়ে সৌদি আরবকে একটি অর্থনৈতিক উজ্জ্বল দৃষ্টান্ত বলে অভিহিত করেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন