
শিল্প-সংস্কৃতির বিকাশ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজবাড়ীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বুধবার সন্ধ্যায় জেলা শহরের আজাদী ময়দানে এ উৎসবের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরজ, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমুখ।