ছাড়পত্র পেতে কেন দেরি হচ্ছে জানেন না ফারুকী

সাবিহা জামান শশী

শনিবার বিকেল সিনেমায় নুসরাত ইমরোজ তিশা ছবি: আইএমডিবি

চড়াই-উতরাই পেরিয়ে সেন্সর বোর্ড থেকে সবুজ সংকেত আসে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমা ‘শনিবার বিকেল’ নিয়ে। হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত শনিবার বিকেল। ২০১৯ সালে সেন্সর বোর্ড প্রথমে সিনেমাটি প্রদর্শনের অনুমতি দিলেও পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসে। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে থাকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর শনিবার বিকেল সিনেমাটি নিয়ে আপিল বোর্ডের শুনানি হয় ২১ জানুয়ারি। ওই দিন সিনেমার নির্মাতা প্রযোজকের বক্তব্য শোনেন আপিল কমিটির সদস্যরা, তারা সিনেমাটি নিয়ে মতামত দেন যে এটি প্রেক্ষাগৃহে মুক্তিতে কোনো বাধা নেই। বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক ও আপিল বোর্ড সদস্য শ্যামল দত্ত। এরপর প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাননি ফারুকী।

বিষয়টি নিয়ে মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘‌আপিল কমিটি সিদ্ধান্ত জানিয়ে দেয়ার পরও কোন আইনের বলে এটা দেরি হচ্ছে, আমরা জানি না। সম্প্রতি আমাদের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সেন্সর বোর্ডে একটি চিঠি দিয়েছি, কেন সেন্সর বোর্ডের ছাড়পত্র পাচ্ছি না এ নিয়ে। তবে এখনো কোনো জবাব আসেনি।’ 

অথচ হলি আর্টিজান বেকারির জঙ্গি হামলার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ভারতীয় সিনেমা ‘‌ফারাজ’। সিনেমাটি আজ মুক্তি পাচ্ছে। এটি নির্মাণ করেছেন পরিচালক হংসল মেহতা। ফারাজ মুক্তির আগেই শনিবার বিকেল মুক্তি দিতে চেয়েছিলেন নির্মাতা ফারুকী। কিন্তু সেটি সম্ভব হচ্ছে না। এ বিষয়ে তিনি বলেন, ‘‌এটা তো বড় একটা প্রশ্ন। কাজটা করার মাধ্যমে যারা বাংলাদেশের মানুষের স্বপ্নকে অপমান করেছে, তাদের জবাবদিহির আওতায় আনা উচিত।’ 

মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি ও সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে আহ্বায়ক করে গঠিত সাত সদস্যের সেন্সর আপিল কমিটিতে সংসদ সদস্য ও বিশিষ্ট অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, সাবেক অতিরিক্ত সচিব নূরুল করিম, অভিনেত্রী সুচরিতা, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত সদস্য হিসেবে এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্য সচিব হিসেবে রয়েছেন। শনিবার বিকেল সিনেমার ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে শ্যামল দত্ত বলেন, ‘আমরা সিনেমাটি দেখে ছেড়ে দিয়েছি। আপিল বোর্ড অনুমোদন দেয়ার পরও কেন ছাড়পত্র দেয়া হচ্ছে না, এটা বলতে পারছি না। আমরা মনে করি না যে সিনেমাটা আটকে রাখার কিছু আছে।’

সিনেমাটি আন্তর্জাতিক মহলে একাধিক পুরস্কার জিতে নিয়েছে। মস্কোয় দুটি ইনডিপেনডেন্ট জুরি পুরস্কার পেয়েছে। 

অন্যদিকে দেশে সিনেমাটির মুক্তি নিয়ে অপেক্ষা দীর্ঘ হচ্ছে। শনিবার বিকেল সিনেমার সেন্সর ছাড়পত্র বিলম্বের কারণ জানতে চাইলে চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মুহ. সাইফুল্লাহ বলেন, ‘এটা এখন মন্ত্রণালয়ের হাতে রয়েছে। তারাই বিষয়টি বলতে পারবে। মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত এলে আমরা ছাড়পত্র দিতে পারব।’

ছবিটির ছাড়পত্রের বিষয়ে তথ্য ও সম্প্রসারণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র) ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা আপিল কমিটির প্রতিবেদন পেয়েছি। অচিরেই প্রতিবেদনটির বিষয়ে সিনেমাসংশ্লিষ্টদের জানিয়ে দেয়া হবে।’

এদিকে ১ ফেব্রুয়ারি ‘‌বীরকন্যা প্রীতিলতা’ সিনেমাটির প্রিমিয়ার শোয়ের ফাঁকে শনিবার বিকেল নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিশা। তিনি বলেন, ‘‌আমাদের সিনেমা আপিল বোর্ড দেখেছে। সেন্সর বোর্ডের সার্টিফিকেট দেয়ার কথা। সেন্সর পেলেই আমরা ছবি মুক্তি দিতে প্রস্তুত আছি।’

২০১৮ সালে শনিবার বিকেলের শুটিং শুরু হয়। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, ইরেশ যাকের, মামুনুর রশীদ প্রমুখ। ফিলিস্তিনের ইয়াদ হুরানি ও কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় অভিনয় রয়েছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন