অমর একুশে গ্রন্থমেলা

ছবি: সালাহউদ্দিন পলাশ

বাঙালির হাজারো আবেগমাখা প্রাণের বইমেলার দ্বার খুলেছে গতকাল। প্রথম দিন বিক্রি কম হলেও পাঠক দর্শনার্থীর ভিড় ছিল তুলনামূলক বেশি। নতুন রঙ আর বইয়ের ভাঁজ খোলা গন্ধে মেতে ওঠে পুরো বাংলা একাডেমি প্রাঙ্গণ সোহরাওয়ার্দী উদ্যানদুই প্রান্তই। মাঘের হিমেল সন্ধ্যার ঝিরিঝিরি বাতাসে গন্ধ আরো ছড়িয়ে পড়ে চারদিকে। এমনই আবহে অনেকটাই যেন জনজোয়ার ছিল বড় প্রকাশনীগুলোর সামনে। অনেকে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেছেন, কেউ আবার কিনে নিয়েছেন পছন্দের বইটি। তবে বেশির ভাগ স্টলেই এখনো চলছে গোছানোর কাজ। বেশকিছুর আবার নির্মাণকাজই শেষ হয়নি এখনো             

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন